আপনি কি কম্পিউটার ব্যবহারকারী?
তবে এখনই সেরা সমীক্ষা নিন!
আপনার কম্পিউটার থেকে উপরের লিঙ্ক এ ক্লিক করুন ও অংশগ্রহন করুন।

নতুন নিয়মে ফেসবুক হ্যাক করা হচ্ছে । আপনার অ্যাকাউন্ট টি কি সুরক্ষিত?


আজকে একটা গুরুত্ব পূর্ণ বিষইয় নিয়ে আলোচনা করবো। সেটা হলো ফেসবুক হ্যাক। অনেকে অনেক ভাবে ফেসবুক হ্যাক করে। ফেসবুক হ্যাক করার নিয়ম গুলা হলো -
১। ফিশিং
২।কি-লগিং
৩। রিপর্ট এবং ফেক আই ডি কার্ড সাবমিট
৪। ফেসবুক এইচটিএমএল হ্যাক করে
এবং আরো নানা ভাবে হ্যাক করা জায় ফেসবুক। আজকে নতুন একটি হাচকিং ফিচার নিয়ে কথা বলো। সেটা হলো আপনার আইডি ওপেন করলে নিছের স্ক্রীনশর্ট এর মত দেখবেন।
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন যে একটি মেসেজ দেয়া আছে। সেখানে বলেছে যে আপনি কিছু দিন ফেসবুক না থাকায় অনেক কিছু হয়েছে। এইটা হলো হ্যাকিং এর নতুন সিস্টেম। এই মেসেজ টির ভিউ বাটন এ ক্লিক করলে আপনার আইডির সকল ইনফরমেশান চলে যাবে হ্যাকার  এর হাতে। তাই সবাই কেয়ার ফুল থাকবেন।

Previous
Next Post »